শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:১৪ সেপ্টেম্বর-২০২২,বুধবার।
নড়াইলে ২৪ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা, অধিদফতরের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ২০২১-২২ অর্থবছরে জেলার নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের অনুকুলে এ চেক বিতরণ করা হয়।
জেলার ৩ উপজেলার ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ চেক বিতরণ করেন। নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার, শহর সমাজসেবা কর্মকর্তা সুজাতউদ্দিন, সরকারি কর্মকর্তা, অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা ।#