নেত্রকোনা জেলা প্রতিনিধি:১৫ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
নেত্রকোনার ৭৯টি কেন্দ্রে বৃহস্পতিবার পরীক্ষার প্রথমদিনে ২৭ হাজার ৮৭৬ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার্থী অংশ গ্রহন করেছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৯১১ জন। দাখিল পরিক্ষার্থী ৩ হাজার ৩৫ জন ও ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ৯৩০ জন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ জেলা শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, জাহানারা স্মৃতি বালিকা বিদ্যালয়, চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় অন্যানোর মধ্যে সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার প্রমুখ।