নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ১৬ সেপ্টেম্বর-২০২
নেত্রকোনায় উইমেন-এন্ড-ই কমার্স ট্রাস্ট্রের উদ্যোগে শুক্রবার সার্কিট হাউস মিলনায়তনে জেলার উইমেন-এন্ড-ই কমার্স এন্ট্রেপ্রেনিউরস মিট আপ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উইমেন এন্ড-ই ট্রাস্ট্রের সভাপতি নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন-অর রশিদ, প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আর্ন্তজাতিকভাবে নারীবান্ধব সরকার হিসেবে পরিচিতি পেয়েছে। সরকারের পক্ষ থেকে নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নেয়া হয়েছে।