হাবিবুর রহমান, প্রতিনিধি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):১৭ সেপ্টেম্বর-২০২২,শনিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ্য রফিকুল ইসলাম খান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদি, প্রেস ক্লাব আহŸায়ক আবুল কালাম আজাদ, শ্রী শ্রী করোনাময়ী কালী মন্দিরের সভাপতি মৃত্যুঞ্জয় লাহেরী, কলেজ শিক্ষার্থী রায়হান আহমেদ বাবু, সাদিয়া হোসেন প্রমুখ।##