নেত্রকোনা জেলা প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর-২০২২,শনিবার।
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে শনিবার বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, পূজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা নির্মল কুমার দাস, জেলা হিন্দু-বৌদ্ধ খৃস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ চৌধুরী আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত, নেত্রকোনা মেডিকেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত ভিসি ডা. রঞ্জন কুমার কর্মকার, প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম, জেলা আ’লীগের উপদেষ্ঠা চন্দন সরকার, অজিত কুমার সাহা রায়, বাদল সাহা, লিটন দত্ত, উৎপল ভট্রাচার্য্য, কৃষ্ণেন্দু সাহা কৃষ্ণ, জনি সাহা প্রমুখ। সভায় পৌরসভার ৫৬টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।