নেত্রকোনা জেলা প্রতিনিধি:১৮ সেপ্টেম্বর-২০২২,রবিবার।
নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ রোববার বিকেল ৪টায় সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পশ্চিমের অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএমের নেতৃত্বে এস.আই সঞ্জয় সরকার, এএসআই হরিপদ পাল সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত সাড়ে ১০টার দিকে কেন্দুয়া উপজেলার বৈখরহাটি বাজারে অভিযান চালিয়ে ২০ পিস ইয়বাসহ মাহাবুব আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাহাবুব ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সহনহাটি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে রোববার সকাল ৭টার দিকে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা নুর বশরকে আটক করা হয়। তার প্যান্টের দুই পকেট থেকে ১ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নুর বশর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচালিপাড়া গ্রামের জাকির আহমেদের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জচামান জুয়েল, ডিবি পশ্চিমের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম প্রমুখ।