সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছোনগাছা ইউনিয়ন বিএনপির ৪ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অডিও   রেকর্ড ফাঁস  ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চৌহালীতে ভাঙ্গণ রোধে বিশেষ দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ দেখা হয়েছে:

মাহমুদুল হাসান, চৌহালী প্রতিনিধি:১৮ সেপ্টেম্বর-২০২২,রবিবার।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চর নাকালিয়া গ্রামসহ আশপাশের ৭ গ্রামের মানুষ গত শুক্রবার চর নাকালিয়া জামে মসজিদে জুম্মার সামাজ শেষে যমুনা নদীর পাড়ে দাড়িয়ে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণ রোধে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ভাঙ্গন কবলিত গ্রামগুলো হচ্ছে চর নাকালিয়া, দেওয়ানগঞ্জ, চর বিনানুই, মিটুয়ানি,চর সলিমাবাদ, ভূতের মোড়, রেহাইপপুকুরিয়া। আব্দুল করিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,মওলানা কারী মোঃ নাসির উদ্দিন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চর
নাকালিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা মোঃ ময়নুল ইসলাম,ব্যবসায়ী আব্দুল বাতেন,দুলাল শেখ,আবু সামা প্রমুখ। বক্তারা বলেন,বর্ষা মৌসুম থেকে চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চলে ১০টি গ্রামে ভয়াবহ আকারে যমুনা নদীর ভাঙ্গণ শুরু হয়েছে। এ ভাঙ্গণের তান্ডবে এ সব গ্রামের প্রায় ২ শতাধিক বাড়িঘর,ফসলি জমি,তাঁত কারখানা,প্রাথমিক বিদ্যালয়, দাখিলমাদরাসা, মসজিদ,কবরস্থান ও গাছপালা নদীগর্ভে
বিলিন হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে প্রায় ২ হাজার মানুষ। তারা আরও বলেন, এই ভাঙ্গণ রোধে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে আবেদন নিবেদন করেও কোন কাজ হয়নি। তারা এ ভাঙ্গণ রোধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা ক্ষতিগ্রস্ত মানুষের খোজ খবর নেয়নি। ফলে তাদের কাছে আর নয়, এ ভাঙ্গণ থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এ দোয়া ও মোনাজাত করা হয়। এ দোয়া মোনাজাতে আল্লাহ যেনো আমাদের জান-মাল হেফাজত করেন এবং নদী ভাঙ্গন রোধের কামনা করা হয়। এদিকে চর নাকালিয়া ও দেওয়ানগঞ্জ বাজার এলাকার ১০টি বাড়িঘর ও ঘোরজানে মুরাদপুর এলাকায় ৪টি বাড়ি গত ২দিনে যমুনা নদীগর্ভে বিলিন হয়ে যায়। নিঃস্ব এ সব মানুষ খোলা আকাশের নিচে
আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। মিটুয়ানি হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম মস্তফা বলেন, বড় আশা করে ছিলাম নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ হবে। কত প্রতিশ্রুতি শুনলাম কাজ নেই তাই আমাদের পিট দেওয়ালে এখন ৩/৪’শ ছাত্র ছাত্রীর পাঠদান ও বদ্যালয় ঘর নিয়ে উৎকণ্ঠায় আছি। এ বিষয়ে ঘোরজান ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী বলেন,ভাঙ্গণের র্তাডবে আমার বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছি। মানুষজন খুবই অসহায় জীবন যাপন করছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার বলেছি। তারা ব্যবস্থা না নেয়ায় আর বলি না। এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন বলেন, ভাঙ্গণ কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বস্তা ফেলার কাজ অব্যহত আছে। এছাড়া এ
ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধ নির্মাণে এ বছর ৪৫/৪৭ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এটি অনুমোদন হলে আর এ সমস্যা থাকবে না। এছাড়া ভাঙ্গণে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। অচিরেই এদের সাহায্য সহডোগিতা করা হবে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102