নেত্রকোনা জেলা প্রতিনিধি:১৮ সেপ্টেম্বর-২০২২,রবিবার।
নেত্রকোনা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে শনিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে কলমাকান্দা উপজেলার মুক্তিযোদ্ধার সন্তান রিনা খান গণধর্ষনের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন চণাকালে বক্তৃতা করেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক কেন্দ্রীয় কৃষকলীগ নেতা কেশব রঞ্জন সরকার, সদস্য সচিব সাবেক ভিপি শাহিন উদ্দিন আহমেদ, সাবেক ছাত্রনেতা হুমাযূন কবির লিটন, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল রায়হান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, হাওর বন্ধু মো. ইকবাল হোসেন প্রমুখ। বক্তারা গণধর্ষনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।