নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ১৯ সেপ্টেম্বর-২০২২,সোমবার।
নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় কলমাকান্দার সিধলী এলাকায় ১৮ বোতল ভারতীয় মদসহ রকি চন্দ্র দাস নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে ।
কলমাকান্দা উপজেলার সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উজ্জল কান্তি সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম রোববার রাতে কৈলাটি ইউনিয়নের আজগড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ জেলা সদরের বাংলা গ্রামের মনিন্দ্র চন্দ্র দাসের ছেলে রকি চন্দ্র দাসকে আটক করা হয়। এ সময় তল্লাশী চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ এসি বø্যাক হুইস্কি উদ্ধার করা হয়।
সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উজ্জল কান্তি সরকার বলেন, আসামী রকি চন্দ্র দাসকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।