নেত্রকোনা জেলা প্রতিনিধি:২১ সেপ্টেম্বর-২০২২,বুধবার।
নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের নিয়মিত গণশুনানীতে জেলাবাসীর মাঝে দিন দিন এর আস্থা বেড়েই চলেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নাগরিকগণ প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানীতে অংশগ্রহণ এবং তাৎক্ষনিকভাবে বিভিন্ন সমস্যার সুরাহা পেয়ে আনন্দে বাড়ি ফিরছেন।
জানা গেছে, প্রতি বুধবারের ন্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ বুধবার জেলার বিভিন্ন স্থান থেকে আসা অসহায় নারী-পুরুষের গণশুনানী গ্রহন করেন। গণশুনানী গ্রহনের পর বেশকিছু সমস্যার তাৎক্ষনিকভাবে নিষ্পত্তি এবং বিভিন্ন সহায়তামূলক নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের নিয়মিত গনশুনানী কার্যক্রম জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অসহায় নাগরিকগণ তাৎক্ষনিক প্রতিকার পেয়ে উপকৃত হওয়ায় জেলা প্রশাসকের নিয়মিত গণশুনানী কার্যক্রমের ভ’য়সী প্রশংসা করে চলেছেন।