নেত্রকোনা জেলা প্রতিনিধি:২২ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
নেত্রকোনায় স্থানীয় সরকার বিভাগের আওতায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে উচু-নিচু ব্রেঞ্চ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সকালে এই বিতরন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের ইউডিএফ ইসরাত জাহান, সদর উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল বাতেন প্রমুখ।
উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের ইউডিএফ ইসরাত জাহান জানান, অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও জাইক্যার অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে উচু-নিচু ব্রেঞ্চ, ২৯টি হুইল চেয়ার ও ৪০টি সাদা ছড়ি বিতরন করা হয়েছে।