মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:২৫ সেপ্টেম্বর-২০২২,রবিবার।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে পোড়াবাড়ী পাবলিক ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সুধী সমা বেশ অনুষ্ঠিত হয়। পোড়াবাড়ী পাবলিক ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি লেখক, সাংবাদিক ও গবেষক জুলফিকার হায়দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইলের সাবেক দুই বারের সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম, ঘাটাইল থানা অফির্সার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরকার পিপিএম, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি জেবুন নেছা, পোড়াবাড়ী পাবলিক ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, পাকুটিয়া শিল্প ও বণীক সমিতির সভাপতি কাজী আব্দুস সবুর, সহকারী অধ্যাপক বৃন্দ, অত্র মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক নজরুল ইসলাম, খান ফজলুর রহমান, এবিএম আতিকুর রহমান(আতিক), আব্দুল লতিফ সহ অভিভাবক ও বিপুল সংখ্যাক ছাত্র ছাত্রী বৃন্দ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গরা অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সংগ্রাম সিদ্দিকী।উক্ত অনুষ্ঠানে বক্তারা ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
৯.