শরিফুল ইসলাম , নড়াইল প্রতিনিধি:২৫ সেপ্টেম্বর-২০২২,রবিবার।
নড়াইলের রুপগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেডের নতুন ভবনের উদ্বোধন করা হয়। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের রুপগঞ্জ বাজারের সিকদার কমপ্লেক্সের ২য় তলায় নতুন ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম।
নড়াইলের সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুন উর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, ভবন মালিক বিশিষ্ট ব্যবসায়ী সিকদার তোফায়েল আহম্মেদ। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।