শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি:২৫ সেপ্টেম্বর-২০২২,রবিবার।
পৈত্রিক ভিটা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাই লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়েছে বড় ভাই ও তার স্ত্রীকে। রডের আঘাতে গুরুতর আহত বড় ভাই এস,এম,ইবনে সউদ (৫০) ও তার স্ত্রী রুবিয়া খানম (৪৩)কে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারাতœক আহত দুইজন বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার(২৫ সেপ্টেম্বর) সকালে কালিয়া উপজেলার চাঁচুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এস,এম,ইবনে সউদ কালিয়া উপজেলার চাঁচুড়ি গ্রামের মৃত সালাম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,পৈত্রিক ভিটাবাড়ি নিয়ে ইবনে সউদ ও তার ভাই আনিচুর রহমানের বিরোধ চলছিলো। রবিবার সকালে ভিটের জমি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চরম পর্যায়ে পৌছে গেলে ছোটভাই আনিচুর বড় ভাই সউদের মাথায় ও হাতে রড় দিয়ে আঘার করে। এ সময় স্বামীকে ঠেকাতে আসলে রুবিয়া খাতুনকেও রড় দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। আমাদের দুই ভাইয়ের মধ্যে আরো কিছু লোক বাইরে থেকে এসে ছোটভাইকে উস্কানী দেয়, সে আমাকে ও আমার স্থীকে খুন করতে চেয়েছিলো,আমি সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত আনিচুর এর সাথে মোবাইল ফোনে ফোন করলে তার স্ত্রী ফোন ধরে ঘটনা মিথ্যা দাবী করে ফোন রেখে দেন।
কালিয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলম জানান,এ ধরনের ঘটনা শুনেছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।