
এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ প্রতিনিধি :২৭ সেপ্টেম্বর-২০২২,মঙ্গলবার।
সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২ মৌসুৃমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১৫’কেজি করে সার,ও ৫ কেজি করে মাসকালাইয়ের বীজ কৃষি বিতরণ করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ,বি,এম আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম। অনুষ্ঠানে এসময় সহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ######