শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:২৮ সেপ্টেম্বর-২০২২,বুধবার।
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীরচর থেকে গলায় কলসি বাঁধা অবস্থায় অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কাঞ্চনপুর বারইপাড়া নবগঙ্গা নদীরচর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার বিকালে কালিয়া উপজেলার কাঞ্চনপুর বারইপাড়া এলাকার নবগঙ্গা নদীর চরে ফারুক শেখ নামে এক ব্যক্তি গরু কে ঘাস খাওয়াতে নিয়ে আসেন। এরপর গলায় কলসি বাধা অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পান। পরে কালিয়া থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশ এসে ওই নারীর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, গলায় কলসি বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ নবগঙ্গা নদীরচর থেকে উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।