শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:৩০ সেপ্টেম্বর-২০২২,শুক্রবার।
নড়াইলে জিহাদ মোল্যা নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া পাওয়া গেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত জিহাদ মোল্যা নড়াইলের মাছিমদিয়া গ্রামের ইবাদুল মোল্যার ছেলে। সে আউড়িয়ার এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।
পরিবারের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যান জিহাদ। পরীক্ষা শেষে বের হলে স্কুল গেটের সামনেই দুর্বৃত্তরা তাকে মারধর করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এর আগে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন অন্য স্কুলের কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে স্কুলের ভিতরে ঢোকার জন্য ধাক্কাধাক্কি ও বাকবিতন্ডা হয়। তারই জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নড়াইল সদর থানার ডিউটিরত কর্মকর্তা জানান, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।