শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:০৮ অক্টোবর-২০২২,শনিবার।
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ (ইংলিশ স্কুল) বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবের তোরণ উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় শহীদ ডাঃ জিকরুল হক রোডের শহীদ স্মৃতি অম্লান চত্বরে আতশবাজির মধ্য দিয়ে ওই তোরণ উন্মোচন কর হয়। যৌথভাবে এ তোরণ উন্মোচন করেন করেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব শীলাব্রত কর্মকার ও প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত শিক্ষক মোছাঃ ফাতেমা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক আব্দুল আউয়াল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ম্যানেজার আহসান হাবিব তমাল, বেসরকারি মোবাইল কোম্পানি এয়ারটেলের ম্যানেজার আরশাদ হোসেন, কাস্টমস কর্মকর্তা মাসুদ রানা প্রমূখ।
এতে ওই বিদ্যালয়ের সাবেক দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে স্মৃতি অম্লান চত্বরে ৬০ মোমবাতি প্রজ্বলন করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।