রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার

টাঙ্গাইলে এক ঘণ্টার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দশম শ্রেণির তাসনিম

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩১ দেখা হয়েছে:

মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:১৩ অক্টোবর-২০২২,বৃহস্পতিবার।

এক ঘন্টার জন্য টাঙ্গাইল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছেন দশম শ্রেণির ছাত্রী এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স টাঙ্গাইল জেলার শিশু সাংবাদিক(মেয়ে)তাহিরা তিবাথ তাসনিম। বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেনের কাছ থেকে ১ ঘন্টার জন্য দায়িত্ব বুঝে পেয়ে প্রতীকী এই দায়িত্ব পালন করেন এই কিশোরী। প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ ফর চেইঞ্জ ও ইয়েস বাংলাদেশের বাস্তবায়নে গালর্স টেকওভার নামক এ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের সাধারণ সম্পাদক আমরিন তালুকদার, যুগ্মসম্পাদক সাদি রহমান সাদ, সাংগঠনিক সম্পাদক আহনাফ মোবা শশির, শিশু গবেষক ফেরদৌস আলম শান্ত, শিশু সাংবাদিক আব্দুল্লাহ আল আরিফ, শিশু সংসদ সদস্য জুবায়ের ইসলাম উদয়, জেলা ভলান্টিয়ার মেহেদী হাসান, নুসরাত হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সোহান। টাঙ্গাইল ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের সাধারণ সম্পাদক আমরিন তালুকদার জানান, কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এই আয়োজন করে। শিশুদের সাহস, শক্তি ও প্রেরণা জোগাতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে। দায়িত্বগ্রহণের পর তাহিরা তিবাথ তাসনিম বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই শিশুদের অধিকার আদায়ে কাজ করবো। সমাজ থেকে মাদক দূর করবো। এছাড়াও ছিন্নমুল পথ শিশুদের মৌলিক চাহিদা করবো। সমাজ থেকে শিশু শ্রম ও বাল্য বিয়ে দূর করবো। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপূণ হোসাইন বলেন, শিশুদের সুন্দর জীবন গঠনের জন্য মানসিক বিকাশ অতি জরুরি। প্রতিটি কঠিন কাজকে সহজ করে শিশুদের মাঝে উপস্থাপন করতে হবে। তাহলেই প্রতিটি শিশু মানুষের মতো মানুষ হয়ে সমাজ তথা জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102