নিজস্ব প্রতিবেদক: : ২৩ নভেম্বর-২০২২,বুধবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে দুই দিনব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার সমাপনীতে বিজয়ীদেও মাঝে পুরুস্কার বিতরন করেন,উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
আজ বুধবার বিকালে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভা কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার সমাপনী উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অর্ণব মালাকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফরিদ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ইমদাদুর রহমান তালুকদার, উপজেলা সহকারী প্রোগ্রামার/আইসিটি কর্মকর্তা রনজিৎ মন্ডল, একাডেমিক সুপারভাইজার মো: মঈনুল ইসলাম প্রমূখ।
মেলায় উপজেলার ১২ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক স্টল স্থাপন করে।
প্রথম স্থান অর্জন করেছেন বাচামারা বিবিসি কলেজ ।