রামপ্রসাদ সরকার দীপু ,স্টাফ রিপোর্টার: ২৩ নভেম্বর-২০২২,বুধবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী ঘিওর ডি, এন হাই স্কুলে বুধবার বিকেলে আমেরিকা প্রভাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম আজমের ব্যক্তিগত অর্থায়নে শহীদ মিনার নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে।
ঘিওর ডি, এন হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, ঘিওর থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভিলু, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোরতোজ আলী প্রমুখ।