শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:২৮ নভেম্বর-২০২২,সোমবার।
এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২৮টি স্কুলের মধ্যে ২৩টি থেকে ৭৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে তিনটি প্রতিষ্ঠান। এগুলো হলো সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও মুসলিম উচ্চ বিদ্যালয়।
সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল হতে এ তথ্য মতে
জিপিএ-৫ প্রাপ্তির শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানটি থেকে ২৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া শহরের স্কুলগুলোর মধ্যে লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে ১৬৯, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ১০৩, আল-ফারুক একাডেমির ৮২, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৬৮ জন। তুলসীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের ২৪, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ১৯, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১১, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ১১, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৭ জন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩, কয়াগোলাহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ জন।
আর গ্রামের স্কুলগুলোর মধ্যে লক্ষনপুর স্কুল এন্ড কলেজের ১৮, খালিশা বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৩, বোতলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ১২, হাজারিহাট স্কুল এন্ড কলেজের ৯, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের ৮ ও বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া এক জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে যথাক্রমে শেরে বাংলা বহুুুমুখী উচ্চ বিদ্যালয়, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, চওড়া উচ্চ বিদ্যালয় ও বোতলাগাড়ী আদর্শ বালিকা বিদ্যা নিকেতন থেকে।
উপজেলায় এবার মোট পরীক্ষার্থী ছিল ৩১৭৯ জন। এরমধ্যে পাস করেছে ২৭৭৯ জন, আর ফেল করেছে ৪০০ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৮৭.৪২%। আবার ইসলামিয়া স্কুল, মুসলিম স্কুল, সাতপাই, সিপাইগন্জ ও ছমির উদ্দিন স্কৃল থেকে একজনও জিপিএ-৫ পায়নি।