আবুল হোসেন,রাজবাড়ী জেল প্রতিনিধি :০৫ ডিসেম্বর-২০২২,সোমবার।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট ও বাজার ব্যবসায়ী পরিষদের, দীর্ঘ ১২ বছর পর সচল করণ ও অন্তর্বর্তীন কালীন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শেখ রাজীব কে নির্বাচিত করা হয়েছে।
শেখ রাজীব এর আগেও সংগঠনটির প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছে।
জানা যায়, ৪ ডিসেম্বর রবিবার বিকাল ৫টায় দৌলতদিয়া ঘাট ও বাজার ব্যবসায়ীদে পরিষদ কার্যালয়ের মাঠে ব্যবসায়ীদের নিয়ে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,জনাব মো: মোহন মন্ডল, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌর সভার মেয়র মো.নজরুল ইসলাম মন্ডল,
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্লা, উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা,প্রমুখ।
মতবিনিময় ও আলোচনা সভা শেষে, মোঃ মোহন মন্ডলকে সভাপতি ও ফকির আব্দুল ছাত্তারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দৌলতদিয়া ঘাট ও বাজার ব্যবসায়ী পরিষদে পরিষদ, সচল করণ ও অন্তর্বর্তীন কালীন কার্য নির্বহী কমিটি ঘোষণা করা হয়।