চন্দন চক্রবর্তী,স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :৩০ ডিসেম্বর-২০২২,শুক্রবার।
নেত্রকোনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান ভিপি লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক-১ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নূর খান মিঠু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি বলেন, মেট্রোরেল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার ফসল। বিশ^মানতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মাট বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশনা দলের নেতাকর্মীদের সফলভাবে বাস্তবায়ন করতে হবে।