শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধানমন্ডিতে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা সম্পন্ন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ করতে হবে— তারেক রহমান রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার ১ ঘিওরে ছাত্রদলের সাবেক নেতা লাভলু হত্যা মামলায় আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগ এখনও স্বাধীনতা নষ্ট করার অপচেষ্টা করছে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যার প্রতিবাদে,হরতাল-ভাংচুর- অগ্নিসংযোগ, উপজেলাজুড়ে আতংক বিরাজ করছে ঘিওরে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা । আহত ৬ জন বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত — রুহুল কবির রিজভী দৌলতপুরে ৭৯৫ রোহিঙ্গা জন্মনিবন্ধনের অভিযোগ উঠেছে । তদন্ত কমিটি গঠন খুনি হাসিনাকে গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য দেশে আসতে হবে-         সাইদুর রহমান বাচ্চু

ভূঞাপুরে মধু সংগ্রহে ব্যস্ত ভূঞাপুরের মৌ-চাষিরা

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৭ দেখা হয়েছে:

মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:৩১ ডিসেম্বর-২০২২,শনিবার।

টাঙ্গাইলের ভূঞাপুরে ফসলের মাঠ জুড়ে যতদুর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। এ যেন হলুদের রাজ্য। সরিষা ক্ষেতের এ হলুদ রাজ্যেই লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন। তবে এ বছর সরিষার ফলন ঘরে তোলার আগেই মধু সংগ্রহে বাড়তি আয়ের নতুন স্বপ্ন দেখছে মৌ-চাষিরা। মৌ চাষের প্রশিক্ষণ নিয়ে আধুনিক মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহে ব্যস্ত মৌ-চাষিরা। মধু চাষে কৃষকদের সব ধরণের সহযোগিতা করছেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। সরিষা ক্ষেতে মধু উৎপাদন যত বেশি হবে মৌ-মাছির দ্বারা ফুলে ফুলে পরাগায়ন তত বেশি ঘটবে, ফলে সরিষার উৎপাদনও বাড়বে। মৌ-চাষি দুলাল মিয়া, ঝুমুর, ফারুক ও রুবেল জানান, সরিষা মৌসুমে মধুচাষে বেশ লাভবান হচ্ছি। কিন্তু মৌসুম শেষে বেশি দামে চিনি কিনে মৌমাছি গুলো বাঁচিয়ে রাখতে ব্যাপক খরচ পড়ে। তখন হিমশিম খেতে হয়। প্রণোদনা ও সুদবিহীন ঋণ প্রদান করলে মৌ-মাছি পালনে আগ্রহী চাষির সংখ্যা এবং মধু উৎপাদন বৃদ্ধি পাবে। উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান জানান, এ বছর উপজেলায় ১ টি পৌরসভাসহ ৬ ইউনিয়নে ২ হাজার ৪৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। এসব জমির পাশে ৭’শত মৌ-বক্স থেকে ইতিমধ্যে ২ মেট্রিকটন মধু সংগ্রহ করা হয়েছে। এ থেকে আরও ৫ মেট্রিকটন মধু সংগ্রহের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ড. হুমায়ূন কবীর জানান, দুলাল মিয়া, ঝুমুর, ফারুক, রুবেল ও আশরাফসহ ১৫ জন মৌচাষি রয়েছে। আবহাওয়া অনূকুলে থাকলে এ বছর রেকর্ড পরিমাণ মধু সংগ্রহের আশা করছি। এছাড়া মৌচাষিরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে লক্ষ্যে তিল, ধনিয়া, কালোজিরা ও লিচু ফলের বাগানে মৌ-চাষের পরামর্শ দেয়া হয়েছে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102