সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু

 আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে- টুকু

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ দেখা হয়েছে:
এইচএম মোকাদ্দেস , সিরাজগঞ্জ প্রতিনিধি :০৫ জানুয়ারি-২০২৩,
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলেছে। সেটাকে মেরামত করার জন্যই আমাদের ২৭ প্রস্তাবনা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আমাদের কি দিবে এই প্রশ্ন জনগণের মনে আছে। সেই সকল প্রশ্নের উত্তর-ই এই ২৭ প্রস্তবনায় আছে।আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আরও ১০ দফা দিয়েছি যে, সরকার ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেন দিতে হবে তা ১০ দফার মধ্যে উল্লেখ আছে। আমরা  এ দফাগুলো দিয়েছি রাষ্ট্রকে মেরামত করতে।  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে তার সিরাজগঞ্জের বাসভবনে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ রূপরেখা বিষয়ে দলীয় নেতাদের কাছে ব্যাখা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঢাকার বিভাগীয় সমাবেশকে ঘিরে সরকার পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বিএনপির দলীয় কার্যালয়ে হানা দিয়েছিল। কিন্তু সাধারণ জনগণ যেভাবে আমাদের প্রতিটি বিভাগীয় সমাবেশ ও কর্মসূচিতে অংশ নিয়েছে তাতে প্রমাণ হয় জনগণ সর্বাত্মকভাবে আমাদের সাথে আছে।  তিনি বলেন,বিদ্যুতের দাম এমনভাবে বেড়ে গেছে যে শতকরা ১শজন সাধারণ মানুষই এর বিপক্ষে চলে গেছে। একটা সময় আসবে যখন বিদ্যুতের দাম বৃদ্ধির কারনে “বিদ্যুৎ থাকবে কিন্তু বিদ্যুৎ ব্যবহারের মানুষ থাকবেনা”। মানুষ আর এত দাম দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করতে পারবে না। এসময় তিনি বিএনপির দেওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ওপরে আলোচনা করে নেতাদের বুঝিয়ে দেন ও সকল নেতাকর্মী ও সাধারণ মানুষদের মাঝে ব্যাপক প্রচার করতে হবে জানিয়ে তিনি বলেন, এসকল বিষয়ে তৃণমূলের সকল মানুষদের বোঝাতে হবে।  উক্ত আলোচনা সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ, সহযোগী সংগঠনের জেলা কমিটির সভাপতি-সম্পাদকসহ সকল থানা বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ  উপস্থিত ছিলেন । ###

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102