বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু

নবাবগঞ্জে ফুটপাতে গরম পোশাক উপচে পড়া ভীড়

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ দেখা হয়েছে:
Exif_JPEG_420

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ,(দিনাজপুর):১২  জানুয়ারি-২০২৩,বৃহস্পতিবার।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চল জুড়ে গত কয়েকদিন ধরে চলতে থাকা ঠান্ডা হিমেল হাওয়ার জন্য পারদ নামতে শুরু করেছে শীতের। আর তাতেই গরম পোশাকের দোকানগুলোতে শীত থেকে বাঁচার জন্য ক্রেতাদের গরম পোশাক কেনার ভিড় জমেছে ।

সোমবার বিকেল থেকে শুরু হওয়া হিমেল হাওয়ার জেরে ঠান্ডার পারদ ক্রমে নামতে থাকে। এক লাফে তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৪-১৭ ডিগ্রিতে। আবহাওয়া অফিস জানায়, রবিবার ছিল শীতলতম দিন। শীতের চরম দাপট থেকে বাঁচার জন্য উপজেলা জুড়ে ছোট-বড়ো বিভিন্ন কাপড়ের দোকানগুলিসহ ফুটপাতে গরম পোশাক কেনার ভিড় জমাচ্ছেন সব বয়সের মানুষ ।

সকল শ্রেণী পেশার মানুষ সমানভাবে পাল্লা দিয়ে দামি থেকে শুরু করে বিভিন্ন দামের শীতের শাল, চাদর, পশমের জ্যাকেট, সোয়েটার, মাফলার, ঠান্ডা থেকে বাঁচার জন্য মাঙ্কি টুপি থেকে শুরু করে সমস্ত কিছু কিনতে ব্যস্ত হয়ে উঠেছেন। সবেমাত্র শুরু হয়েছে শীত। আগামীতে আরও ঠান্ডা পড়ে এবারের শীত সবচেয়ে বেশি রেকর্ড করতে পারে। আর সেই খবর জানতে পেরে সবাই সমানভাবে দোকানগুলিতে ভিড় করছেন।

এদিকে গরম পোশাক বিক্রি করতে হিমশিম খাচ্ছেন দোকান মালিক থেকে শুরু করে কর্মচারীরা। কেউ বলছেন দু’দিন ধরে হিমেল হাওয়াতে যে ঠান্ডা পড়তে শুরু করেছে তাতেই গরম পোশাকের বিক্রি বেশ জমে উঠেছে।

তবে যে যাই বলুক শীতের আমেজে বেশ উৎসুক মানুষ , তাদের গরম পোশাক কেনার উত্তেজনা দেখেই বোঝা যাচ্ছে। পাশাপাশি যে দোকানগুলিতে পোশাক বিক্রি হচ্ছে সেগুলোতে সঠিক দাম থাকায় মানুষ যথাযথভাবে সঠিক দাম দিয়ে তা কিনতে পারছেন। অন্যদিকে, আরও কয়েকজন দোকানদার জানান, তাদের দোকানে ছোট থেকে বড়ো সবার জন্যই বিভিন্ন দামের গরম পোশাক রয়েছে ২০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত গরম পোশাক রয়েছে। পোশাকের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কম্বল ও লেপ বিক্রিও।

শীত থেকে বাঁচার জন্য ফুটপাতের দোকানগুলোতেও গরম পোশাক কেনার ভিড় যথেষ্ট লক্ষনীয়, কান টুপি-হাত মোজা-সোয়েটার প্রায় সবকিছুর বিক্রি চলছে। শীত থেকে বাঁচার জন্য সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরছে মানুষ । অবশ্য এ বিক্রির জন্য ক্রেতার ভীড় দেখে খুশি দোকান মালিক থেকে শুরু করে ফুটপাতের দোকানদাররাও।

শীতের আমেজকে আরও বেশী উপভোগ করতে পিকনিকের আয়োজন হচ্ছে কোথাও কোথাও । অনেকে আবার গাড়ি ভাড়া করে নিয়ে বিভিন্ন জায়গায় পিকনিকের জন্য বেরিয়ে পড়ছেন। শীতের গরম পোশাক বিক্রি করে অনেকটাই এবার লাভের মুখ দেখবেন বলে জানান নবাবগঞ্জের বিভিন্ন কাপড় ব্যবসায়ী ।

তবে শীতের আমেজকে যে আট থেকে আশি বছর বয়সের সবাই যথেষ্টভাবে স্বাগত জানিয়েছেন তা বলাই বাহুল্য। এদিকে রাস্তার ধারে ভাপা পিঠা বিক্রি থেকে শুরু করে ফাস্টফুডের দোকানগুলোতে গরম খাবার বিক্রি বেড়েছে দ্বিগুণ। মানুষের ভিড় উপচে পড়ছে সেসব দোকানগুলিতে। এক কথায় সব মিলিয়ে শীতকে সাদর স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102