কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি:১২ জানুয়ারি-২০২৩,বৃহস্পতিবার।
ভোলায় বাস চাপায় স্বপন (৩০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে ভোলার উপ-শহর বাংলাবাজার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক স্বপন নওগাঁ সদর উপজেলার দোগাছি এলাকার মোকারক হোসেনের ছেলে।
ওই ট্রাকের অপর চালক সফিকুল জানান, বৃহস্পতিবার বিকালে বাংলাবাজার মাল নিয়ে আসেন তারা। ট্রাক থেকে মাল আনলোড করার জন্য প্রস্ততি নিচ্ছিলেন এমন সময় পিছন দিক থেকে দ্রæতগামী একটি যাত্রীবাহী বাস আমার সহকারী স্বপনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
ভোলা বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।