সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
 মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ভোলায় শশুর বাড়ি থেকে নববধূ প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় অভিযোগ

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ দেখা হয়েছে:

কামরুজ্জামান শাহীন,  ভোলা প্রতিনিধি:২৫ জানুয়ারি-২০২৩,বুধবার।
ভোলায় পশ্চিম ইলিশায় শশুর বাড়ি থেকে লিমা আক্তার (১৮) নামের এক নববধূ প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার ওই নববধ‚র শশুর ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নববধ‚কে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।
পালিয়ে যাওয়া নববধ‚ লিমা আক্তার একই উপজেলা ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দী গ্রামের মো. লোকমান মালের মেয়ে। ২১ দিন আগে ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের বেচু মাঝি বাড়ির মো. ফয়েজ উদ্দিন মাঝির ছেলে মো. মিরাজের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর প্রেমিক ফরহাদ পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মো. কালু মাঝির ছেলে।
থানা ও নববধ‚র শশুর ফয়েজ উদ্দিন জানান, ২১ দিন আগে লিমা আক্তারের সঙ্গে মিরাজের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। গত ২২ জানুয়ারি রাতে মিরাজ ঘুমাতে গেলে তাঁর ব্যবহ্নত লেপের মধ্যে একটি মোবাইল ফোন দেখতে পায়।
জানাযায়, স্বামী ও শশুর বাড়ির সকলের অগোচরে লিমা ওই ফোন ব্যবহার করে প্রেমিক ফরহাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতো। পরে ওইদিন ভোর রাতেই নববধূ শশুর বাড়ির সকলের অগোচরে ঘর থেকে প্রেমিক ফরহাদের সঙ্গে পালিয়ে যায়।
নববধ‚র শশুরের দাবি, তাঁর পুত্রবধ‚র সঙ্গে ফরহাদ হোসেনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মিরাজের সঙ্গে তাঁর বিয়ে দেয়। এ বিয়েতে মেয়ের মত না থাকলেও সেটি ছেলের পরিবারকে তারা কিছুই বুঝতে দেয়নি।
তবে পালিয়ে যাওয়া নিয়ে নববধ‚র মায়ের দাবি, তাঁর মেয়ের সঙ্গে ফরহাদ হোসেনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সেটি তাঁরা জানতেন না। মেয়ের মোবাইল ফোন ব্যবহার সম্পর্কেও তাদের ধারণা ছিল না।
সাধারন ডায়েরী তদন্তকারী কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, তিনি ঘটনাটির তদন্ত করছেন। খুব দ্রæত সময়ের মধ্যে নববধ‚কে উদ্ধার করা সম্ভব হবে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়রী করেছে নববধ‚র শশুর। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102