মাহমুদুল হাসান , চৌহালী প্রতিনিধি :২৬ জানুয়ারি-২০২৩,বৃহস্পতিবার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় হাজী আঃ মজিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চৌহালী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাষকাউলিয়া, খাষপুখুরিয়া ও ঘোরজানের ইউনিয়নে ৩ হাজার শীতার্ত অসহায়দের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল ৷
উপজেলা আ.লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ সাইফুল ইসলাম,
উপজেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সাইদ বিদ্যুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মোল্লা সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী ৷
অসহায়,গরিব শীতার্ত মানুষেরা শীতবস্র পেয়ে অনন্দ প্রকাশ করেন হতদরিদ্র পরিবারের মানুষ।
পরে উপজেলা পরিষদ এর মাসিক সাধারণ সভায় অংশ নেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি। এছাড়াও এশিয়ান টিভির এগারো বছর পর্দাপনে চৌহালী প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়।
##