মাহমুদুল হাসান, চৌহালী( সিরাজগঞ্জ)প্রতিনিধি::২৬ জানুয়ারি-২০২৩,বৃহস্পতিবার।
দশ পেরিয়ে এগারোতে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে এশিয়ান টেলিভিশনের এগারো বছর পদার্পন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চৌহালী প্রতিনিধি ইমরান হোসেন আপন এর আয়োজনে বৃহস্পতিবার সকালে চৌহালী প্রেসক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চৌহালী প্রেসক্লাবের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, নাসরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রে সহকারী শফিকুল ইসলাম শফি, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা, জেলা পরিষদ সদস্য মাসুদ রানা।
আরু উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন এর সাবেক প্রতিনিধি রফিক মোল্লা, ডেইলি সানের প্রতিনিধি মাহমুদুল হাসান, যায়যায়দিনের প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, চৌহালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল ইমরান মনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমিউজ্জামান লুৎফর কোষাধক্ষ্য মো: আলমগীর হোসেন, সদস্য সোহেল রানা, শাকিল আহম্মেদ প্রমূখ।