মাহমুদুল হাসান, চৌহালী থেকে, :২৯ জানুয়ারি-২০২৩,রবিবার।
“শিক্ষার জন্য এসো সেবার জন্য বেড়িয়ে যাও” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চল বাঘুটিয়া ইউনিয়নে সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মেধাবী শিক্ষার্থীদের নবীন বরণ সম্মননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি ও ছাত্রছাত্রীদের আয়োজনে ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের নবীন বরণ, এস এস সি ২০২২ ব্যাচ এর ২০জন A+ প্রাপ্তদের সম্মননা ও ২০২২ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত বার্ষিক ও নির্বাচনী পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রবিবার(২৯ জানুয়ারী ২০২৩) সকালে সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মো, মাহফুজুর রহমান সরকার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোকলেছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও মোঃ আবুল কাশেম, আলহাজ মাও, মো, বাকিবিল্লা সাবেক সভাপতি অত্র প্রতিষ্ঠান।
প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাহহার সিদ্দিকী। সহকারি প্রধান শিক্ষক মোঃ মুন্সী আব্দুল ওহাব প্রমুখ।
এসময় চৌহালী উপজেলার বিদ্যপিঠ ও সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের আরো গতিশীল করতে এবং ঝরেপরা ছাত্র ছাত্রীদের মেধা সম্পন্ন করে গড়ে তুলতে ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষন্ন রাখতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মুগ্ধ ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক ও এলাকা বাসি।