বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঢাকা আরিচা মহাসড়কে এসবি ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ৬ মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার

গভীর রাতে শীতবস্ত্র নিয়ে রেল স্টেশনে- এসপি আব্দুল্লাহ্ আল-মামুন

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ দেখা হয়েছে:

 জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:২৯ জানুয়ারি-২০২৩,রবিবার।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুন গভীর রাতে রেলওয়ে স্টেশনে রিকশাচালক ও অটোরিকশার চালক ছিন্নমূল ব্যক্তিদের মাঝে ঘুরে ঘুরে ১ শতাধিক কম্বল বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত ১২ টা থেকে ১ টা পর্যন্ত চুয়াডাঙ্গা রেলস্টেশনের প্লাটফর্ম, রাস্তা ও লাইনের পাশে শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্ আল-মামুন ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি জেলার বিভিন্ন উপজেলার গ্রামের ছিন্নমূল গরিব ও অসহায় শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি শহরের বিভিন্ন এতিমখানাতেও শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন তিনি। কনকনে শীতের মধ্যে হঠাৎ পুলিশ সুপারের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। চুয়াডাঙ্গার রেলস্টেশনের এক বৃদ্ধা নারী বলেন, ‘পুলিশ বেটারা এখনে আইসা কম্বল দিয়া গেছে। এখন আর শীত লাগছে না। রাতে ভালো করে ঘুমাতে পারবো। চুয়াডাঙ্গা রেল স্টেশনে থাকা এক বৃদ্ধ বলেন, ‘রাতে রেল স্টেশনে প্রচণ্ড শীত পড়লেও কেউ শীতের কাপড় দেয় না। একটা কম্বলের জন্যি কত মানুষের কাছে যে গেছি বলতে পারি না। রাতে পুলিশেরা আমাদের অনেককে কম্বল দিয়েছে। কম্বল বিতরণ শেষে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করি। শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতের কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসছে বলে জানান তিনি।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102