চন্দন চক্রবর্তী স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :০৪ ফেরুয়ারি-২০২৩,শনিবার।
নেত্রকোনা জেলা শহরের কুড়পার পুলিশ লাইন্স মাঠে শনিবার পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ লাইন্স স্কুলের প্রধান শায়লা শারমিন ইলমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন উদ্ধোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট জান্নাত আফরোজ। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এ সময় শিক্ষার্থীদের অবিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে নিয়মিত খেলাধুলা করতে হবে। সুস্থ দেহে-সুন্দর মন।