শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ ধামরাইয়ে নারীকে পিটিয়ে হত্যা, মামলার আট ঘণ্টায় গ্রেপ্তার পলাতক বাবা-ছেলে ঢাকা আরিচা মহাসড়কে এসবি ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ৬ মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার

চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি হিসেবে  সপন সিকদারকে দেখতে চান 

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯০ দেখা হয়েছে:
মাহমুদুল হাসান,চৌহালী প্রতিনিধি:০৬ ফেরুয়ারি-২০২৩,সোমবার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের হাল ধরতে চান বিশিষ্ট ব্যবসায়ী মো, স্বপন সিকদার।
রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ মাটি ও মানুষের পাশে থাকতে চান এবং  সরকারের উন্নয়ন ও দলকে চাঙ্গা মাটি ও মানুষের  প্রান হয়ে থাকতে চান বিশিষ্ট ব্যবসায়ী মো, সপন সিকদার।  এক জন  পাওয়ার হাউজ, সচ্ছ রাজনীতিবিদ, আগামী দিনের উজ্জল নক্ষত্র সিকদার এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান অসহায় মানুষের বন্ধু দানশীল ব্যক্তিত্ব সপনকে এলাকাবাসি  সভাপতি হিসেবে দেখতে চান।  তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গ্রামকে ঢেলে সাজাতেই সভাপতি প্রার্থী হন তিনি । ব্যবসা জগতের নখত্র, বঙ্গবন্ধুর লড়াকু সৈনিক, নতুন প্রজন্মের সেই প্রিয় মুখ, সেই প্রিয় মানব এলাকা বাসির পাশে থেকে কাজ করতে চান এবং   উন্নয়ন ধারার আলোকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের উন্নয়ন জনগনের দৌড় গড়ায় পৌঁছে দিতে চান। স্বপন সিকদারকে চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চল বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখতে চান এলাকার লোকজন।  জনগণের দোয়া  আর ভালবাসায় সারাদিয়ে সভাপতি পদে সম্ভব্য প্রার্থী হিসেবে নিজেকে প্রার্থীতা ঘোষনা করেন।  শিক্ষা,ক্রীড়া ও রাজনীতির গ্রহন যোগ্যতা অতুলনীও, আপনার ন্যায় পরায়ণতা অসিম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাঘুটিয়া ইউনিয়নের গনমানুষ প্রথম বারের মতো সভাপতির চেয়ারে দেখতে চায়। বাঘুটিয়া ইউনিয়নের জনগণ আছে আপনার সাথে, এলাকাবাসির একটাই চাওয়া বাঘুটিয়া ইউনিয়নের সবাইকে ভালো বাসার চাদরে ঢেকে রাখা। সৃষ্টি কর্তার কাছে দোয়া আর ভালবাসায় সিগ্ধ চাদরে মোড়ায়ে রাখতে আগামী ১৫ ফেব্রয়ারী ২০২৩ তারিখে বিজয়ের মালা সপন সিকদার  তথা রেহাই পুকুরিয়া দেখতে চান এবং  ত্রিবার্ষিক সম্মেলন সফল  হোক এমন কামনা করেন  বাঘুটিয়ার মানুষ। সিকদার বলেন, বঙ্গবন্ধুর লড়াকু সৈনিক হয়ে জনগণের সেবা করতে চাই, দল ও জনগন আমাকে সমর্থন ও রায় দিয়ে মানুষের পাশে থাকে কাজ করতে চাই। আমি গ্রামের ছেলে গ্রামে থেকেই সরকারের উন্নয়ন বানি জনগনের দৌড় গড়ায় পৌঁছে দিতে চাই এবং মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।
##

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102