শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:০৭ ফেরুয়ারি-২০২৩,মঙ্গলবার।
নড়াইলের লোহাগড়া উপজেলায় তিনদিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি মেলার উদ্বোধন করেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
নড়াইল কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আসগর আলী, প্রকল্প পরিচালক, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প, কৃৃষি স¤প্রসারণ অধিদপ্তর খুলনার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি,সাবেক উপ-পরিচালক কৃষিবিদ রঘুনাথ কর,বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ,উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার প্রমুখ।