কামরুজ্জামান শাহীন , ভোলা প্রতিনিধি:০৭ ফেরুয়ারি-২০২৩,মঙ্গলবার।
ভোলার লালমোহনে বসতঘরে মোটর পাম্প দিয়ে পানি উঠাতে গিয়ে বিদ্যূৎপৃষ্টে মো. গাজী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) সকালে উপজেলার পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চর কচুয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. গাজী উপজেলার পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চর কচুয়াখালী গ্রামের মো. ন‚র ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানানযায়, সকালের দিকে গাজী তার বসতঘরে মোটর পাম্প দিয়ে পানি তুলছিলেন। অসাধানতাবসত হঠাৎ বিদ্যূৎপৃষ্ট হয়ে আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।