শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:০৮ ফেরুয়ারি-২০২৩,বুধবার।
নড়াইলের লোহাগড়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলার বিভিন্ন স্কুলে সদ্য যোগদান করা নতুন শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে। গত মঙ্গলবার (৭জানুয়ারি) বিকালে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আসগর আলী, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,সাবেক শিক্ষক মো কবির হোসেন, মো নায়েব আলী, সমিতির সাধারণ সম্পাদক কাজি কামরুল হুদা, সাবেক সভাপতি মো হান্নান বিশ্বাস, মো আশকাতসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক উপস্থিত ছিলেন।
সমিতির পক্ষ থেকে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক সমিতির সভাপতি, সম্পাদক। অনুষ্টানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং সন্মানিত অতিথিবৃন্দ নবাগত ১০৭ জন প্রথমিক বিদ্যালয়ে শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।