মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
 মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বারাসত কোলকাতা থেকে থ্যালোসেমিয়া রোগ সচেতন করতে ৮৬ জনের প্রতিনিধি দল এখন নড়াইল

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ দেখা হয়েছে:

 

শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:১০ ফেরুয়ারি-২০২৩,শুক্রবার।
“রক্তের বন্ধনে সচেতনতা যাত্রা ” প্রতিপাদ্য কে সামনে রেখে বারাসাত কোলকাতা থেকে ৮৬ জনের প্রতিনিধি দল এখন নড়াইল। শুক্রবার (১০ ফ্রেরুয়ারি) সকালে পৌরসভায় থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে মোটরসাইকেল এবং মোটরযান বারাসাদ কোলকাতা থেকে ঢাকা বাংলাদেশ প্রচারাভিযানের ৯৬ জনের প্রতিনিধি দল রয়েছেন।

অল ইন্ডিয়া ভলান্টারী  ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন পরিচালনায় রক্ত দান অফিস চাঁপাডালি মোড়,বারাসাত, কোলকাতা থেকে আগত এই প্রতিনিধি দল থ্যালাসেমিয়া রোগ মুক্তির জন্য রক্ত দানের লক্ষ্যে দুইবাংলার মানুষের মধ্যে নীবিড় সম্পর্ক স্থাপন সহ রোগ মুক্তির বিভিন্ন সচেতনতা মূলোক আলোকপাত করেন।
নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ভলান্টারী বøাড ডোনার্সের সম্পাদক দিলীপ মন্ডল, সহ-সভাপতি প্রবীর কুমার সমাপ্ত। সঞ্চালক আশিষ বৈধ,নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার পার্থ সারর্থী ,প্যানেল মেয়র কাজী জহিরুল হক,কাউন্সিল ইপি রানী, কাউন্সিল রাজু শেখ,কাউন্সিল মাসুদ রানা বাবলু,মেসকাত ওয়াজেবিন লিটু,হুুমাউন কবীর তনুু স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূূখ।

বক্তারা বলেন, থ্যালাসেমিয়া রোগ থেকে মুক্তি পাবার জন্য অবশ্যই বিবাহের আগে ছেলে মেয়ের রক্ত পরীক্ষা করাতে হবে।

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102