শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:১২ ফেরুয়ারি-২০২৩২,রবিবার।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মর্তুজা বলেছেন, কাল হয়তো আমার জায়গায় অন্য কেউ না কেউ আসবে। নমিনেশন কে পেল সেটা মুখ্য বিষয় নয়, আমাদের সকলের উদ্দেশ্য নৌকাকে বিজয়ী করা।
শনিবার (১১ ফ্রেরুয়ািির) বিকেলে নড়াইল জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধু মঞ্চে এই সমাবেশের আয়োজন করা হয়।
মাশরাফী বিন মর্তুজা বলেন, আমি বিগত চার বছরে আপনাদের সেবা করার চেষ্টা করেছি মাত্র, কাজ কতটুকু করতে পেরেছি তা আপনাদেরই সামনে। তবে এটুকু বলতে পারি সততা ও নিষ্ঠার সঙ্গে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। তৃণমূল পর্যায়ের আপনাদের যার যা অভিযোগ আছে আমাকে বলবেন, আমি সমাধানের চেষ্টা করব।
তিনি বলেন, ইতিহাস ঘাটলে দেখা যাবে নড়াইলের আসন নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী সবচেয়ে বেশি নির্ভার থেকেছেন। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে নড়াইল-২ আসনটা উপহার দেওয়ার জন্য সমস্ত বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সঞ্চালনায় সমাবেশে আরও অনেকে বক্তব্য রাখেন।