মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর :১৩ফেরুয়ারি-২০২৩,সোমবার।
দিনাজপুরের নবাবগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ,প্রাক্তন কৃতি ছাত্রীদের সংবর্ধণা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) নবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমীর হোসেন, সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম,উপজেলা নির্বাহী অফিসার এম,এম আশিক রেজা, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী , নবাবগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মতিবুর রহমান, অত্র কলেজের সকল শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক শিক্ষার্থী সুধীজন।
অনুষ্ঠানে নবীনদের বরণ ও প্রাক্তন কৃতি ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি।