শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ ধামরাইয়ে নারীকে পিটিয়ে হত্যা, মামলার আট ঘণ্টায় গ্রেপ্তার পলাতক বাবা-ছেলে ঢাকা আরিচা মহাসড়কে এসবি ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ৬ মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার

স্থায়ীবাঁধ সড়কপথ স্থাপনে চৌহালীতে গড়ে উঠবে রাজস্ব আদায়ের অঞ্চল অনুসন্ধানী প্রতিবেদন

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৩ দেখা হয়েছে:

মাহমুদুল হাসান,  চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:১৬ ফেরুয়ারি-২০২৩,বৃহস্পতিবার।

২০৪১ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সামনে রেখে যমুনা সৈকত দেখতে চান নদী পারেন মানুষ।
বঙ্গবন্ধু সেতু থেকে আরিচা র্পযন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ,বেরীবাঁধ ও টেকসই দৃষ্টিনন্ধন সড়ক পথ নির্মাণ করা হলেই গড়ে উঠবে রাজস্ব আদায়ের অঞ্চল।
নদী ভাঙ্গন রোধ করে যমুনা পারে সড়ক পথ হলেই বাংলাদেশে আরেকটি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি হব, ডিজিটাল যুগের স্মার্ট বাংলাদেশ ও যমুনা সৈকত গড়ে উঠবে সচেতন মহল ও পারবাসি মানুষের মন্তব্য নিয়ে অনুসন্ধানী এ প্রতিবেদন।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১’শ সড়কপথ , উড়ালসেতু, মেট্রোরেল সহ বহু মেঘা প্রকল্প উদ্বোধন করেন। আঞ্চলিক এলাকায় চায়নাবাধ এবং মহাসড়ক পথই সিরাজগঞ্জ, টাংগাইল ও মানিকগঞ্জ হতে পারে অপরূপ প্রকৃতিক সৌন্দর্যের বিনোদন কেন্দ্র পর্যটকদের পর্যটন এলাকা এবং যমুনা সৈকত।
আবহমান বাংলার যুগে যমুনার মহামারিতে ধংসস্তপের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা, টাঙ্গাইল, ভুয়াপুর, কালিহাতি, নাগরপুর, মানিকগঞ্জের, দৌলতপুর, শিবালা ও আরিচা উপজেলার জনগন। নদীর পার দিয়ে একটি স্থায়ীবাধ ও সড়ক পথ স্থাপনে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ এমন মন্তব্য করেন সচেতন মহল।
যমুনা পারের মানুষ বাঁচতে চায়, পড়তে চায়, নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাধ চায়, সড়কপথ ও যমুনা সৈকত দেখতে চান নদী পারেন মানুষ।
এ অঞ্চলের মানুষকে সব সময় নদীর ভাঙ্গনে অভিশাপ্ত ও অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকতে হয় দিনের পর দিন আতংকে আর অজানায়। নতুন কোনো প্রলয় যখন ভাঙ্গন কবলতি মানুষরে অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে তখন প্রত্যাশিত ভাবেই সব সাজানো সৌধকে অপ্রাসঙ্গিক মনে হয়। তাই বিঙান ও প্রযুক্তি ডিজিটাল যুগে স্মার্ট বাংলাদেশ ও ২০৪১ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যমুনা সেতু আরিচা স্থায়ী বাধ সড়কপথ বড় প্রয়োজন।

আসলে প্রকৃতির সবাই ভালো না থাকালে একা কেউ ভাল থাকতে পারেনা। সবাইকে নিয়েই তো জীবন সুন্দর। সৈকতের বালুতে প্রাণ ফিরে পায় লতারা, মানুষ মানুষের সেবায় অর্থনৈতিক চাঙ্গায় নিজের মতো সাজানো দরকার যমুনা নদীর তীর। টেকসই উন্নয়ন ধারার টেকসই বেরীবাধ ও সড়কপথে গড়ে উঠবে যমুনা সৈকত এতে বেকারত্ব ঘোচাবে, হবে সরকারের অর্থনৈতিক সম্ভাবনাময় অঞ্চল।
নদীর পারে দাড়ালে সূর্য স্তরের প্রকৃতিক সৌন্দর্যকে হাতছানি দিবে, ছোট বড় অসংখ্য চর ডুবু চর, ছিকি মিকি বালুর হাসি,কাশবোন আর যমুনা নদীর ভাঙ্গন কবলতি এলাকার মানুষ ডিজিটাল যুগে বন্দিদশা থেকে মুক্তি পাবে। নাগরপুর শাহজানি জিসি সড়কের চৌহালীতে আজমউদ্দিন মোর খগেনঘাট সড়কের উন্নয়ন চিত্র তুলে ধরা হলো। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন যুগে যমুনার পার ও চরাঅঞ্চলে ছড়িয়ে পড়ুক উন্নয়নের আলো।
২০৪১ উন্নত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে উন্নয়ন মহাসড়ক ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে পদ্মা সেতু ইতিমধ্যেই সারাবিশ্বে ইতিহাস সৃস্টি করেছে। বাংলাদেশে ওভারব্রিজ মেট্রোরেল স্থাপন সড়ক সহ বিভিন্ন উন্নয়নে ২০৪১ উন্নত ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্ভাবনী বিশেষ উদ্যোগের অংশ হোক বঙ্গবন্ধু সেতু থেকে আরিচা আঞ্চলিক টেকসই চায়না বাঁধ বেরীবাধ ও সড়কপথ নির্মাণে হাজার হাজার পরিবারের বেকারত্ব দুরহবে, সৃষ্টি হবে কর্মসংস্থান ও অর্থনৈতিক অঞ্চল সরকারের রাজস্ব আদায়ের পর্যটনশিল্প নগরি স্থাপন হোক গণমানুষের কথা এবং প্রত্যাশা নিয়ে একটি অনুসন্ধানী মন্তব্য প্রতিবেদন।###

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102