চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, নেত্রকোনা :২৩ ফেব্রুয়ারি-২০২৩,বৃহস্পতিবার।
নেত্রকোনা জেলা শহরের ঐতিহ্যবাহী নেত্রকোনা কালেক্টরেট স্কুলের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু সরকারের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গফুর, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ প্রমুখ।