শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি :০৩ এপ্রিল-২০২৩,সোমবার।
নড়াইলের লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামে নিজ জমির ফসল দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে একজন চায়ের দোকানীর মৃত্যু হয়েছে। নিহত নূর মিয়া শেখ (৩৬) সিংগা গ্রামের মৃতঃ ইসহাক শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন ও এলাকাসী সূত্রে জানা গেছে , রবিবার (২এপ্রিল) বিকালে চায়ের দোকানদার নূর মিয়া শেখ নিজের চাষকৃত জমির ধান দেখার উদ্দেশে বাড়ির পাশে বিলের মাঝে জমিতে যান। এ সময় তার পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। খবর পেয়ে স্বজনরা ও এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একজন ‘ওঝার’ কাছে নিয়ে যান। ওই ওঝার চিকিৎসা শেষে নূর মিয়াকে তারা বাড়িতে নিয়ে যায়। তিনি আবারও রাত সাড়ে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে আবার নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। #