শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি :৩০ এপ্রিল-২০২৩,রবিবার।
নড়াইলে‘শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ ও বেলা শেষে প্রবীন নিবাস’ এর যৌথ উদ্যোগে নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০এপ্রিল)নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের গোপীকান্তপুর এলাকায় অবস্থিত ‘বেলা শেষে প্রবীণ নিবাসে’ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন,নড়াইল জেলা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বেলা শেষে প্রবীণ নিবাসের সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ হেমায়েত উল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস,জেড আতীক, অধ্যাপক ডাঃ তাওফিকা হোসাইন (তুলি), অধ্যাপক ডাঃ বীরেন্দ্র নাথ ভট্টাচার্য, ডাঃ শরীফ জায়েদ আতীক, ডাঃ চয়ন সিংহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী লিটনসহ প্রমুখ।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ক্যাম্প চলবে। এ ক্যাম্পে দেশের নাম করা ১৫ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার চিকিৎসা প্রার্থীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং বিনামূল্যে ঔষধ দেয়া হবে।