শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ ধামরাইয়ে নারীকে পিটিয়ে হত্যা, মামলার আট ঘণ্টায় গ্রেপ্তার পলাতক বাবা-ছেলে ঢাকা আরিচা মহাসড়কে এসবি ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ আহত ৬ মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার

নবাবগঞ্জের হেয়াতপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: সোমবার, ১ মে, ২০২৩
  • ২৮৬ দেখা হয়েছে:
মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর :০১ মে-২০২৩,,সোমবার।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের  আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক  দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এ আয়োজন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সোমবার (১লা মে) বিকেলে হেয়াতপুর বাজারে  জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে শ্রমিকদের বিভিন্ন সংগঠন “শ্রমিক বাংলাদেশ ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে।
র‍্যালী বাজারের  বিভিন্ন সড়ক ঘুরে শেষে আলোচনা স্থলে এসে শেষ হয়।
র‍্যালীতে জাতীয় শ্রমিক লীগ, নির্মান শ্রমিক, ট্রাক ও ভ্যান শ্রমিক লীগ, কুলি শ্রমিক ইউনিয়ন,  শ্রমিক ঐক্য পরিষদ, মটর শ্রমিক পরিবহণ ইউনিয়ন, হোটেল এবং রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ নেয়।
৭নং দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায সংগঠনটির সভাপতি মোঃ আব্দুর রহমান  বলেন, আমাদের সমাজে শ্রমিকদের ভূমিকা অনেক বেশি। শ্রমিক ছাড়া কোন কিছু উৎপাদন সম্ভব না। তারা আছে বলেই আমরা বিভিন্ন উৎপাদিত পণ্য ব্যবহার করতে পারি।
সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ আলী বলেন, শ্রমিক- মালিকদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করি। শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বদাই সোচ্চার রয়েছি। শ্রমিকদের দাবীসসমূহ পূরণ না হলে আগামীতে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ ফিরোজ কবির চৌধুরী প্রিন্স,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল কবির, আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোঃ ওবায়দুর রহমান, মোঃ গোলাম মর্তুজা ফটিকসহ শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102