মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু

সিংগাইর পৌরসভার বাজেট ঘোষণা

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪২৩ দেখা হয়েছে:

মুহ.মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:১৯ জুলাই-২০২৩,সোমবার।
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার(১৯ জুন) দুপুর ১২ টায় পৌরসভা কার্যালয়ে মেয়র আবু নাঈম মো. বাশারের সভাপতিত্বে ও প্যানেল মেয়র সমেজ উদ্দিনের পরিচালনায় পৌর সচিব বেগম ইরানি আক্তার ২৯ কোটি ৮ লাখ ১২ হাজার ৩৮১ টাকার বাজেট ঘোষণা করেন। এতে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৫৮ লাখ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ২৫ লাখ ৮ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৯৪ লাখ ৯২ হাজার ৩৭০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৫১ টাকা।
বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক ( উপ-সচিব) শাহিনা পারভীন বাজেট বাস্তবায়নে পৌর মেয়রকে সহযোগিতার আহবান জানান। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, প্রযুক্তির জগতে টিকটক, ফেসবুক ও ইউটিউবে আসক্ত হয়ে তরুণ প্রজন্ম সুস্থ বিনোদন থেকে দুরে সরে যাচ্ছে। তেমনি প্রযুক্তি নির্ভর কিছু অনলাইন সাংবাদিক ছবি তুলে দু’লাইনের ক্যাপশন লিখে ফেসবুকে পোস্ট করে। যা তারা নিজেরাও বুঝে না, অন্যকেও বুঝাতে পারে না। এতে প্রকৃত সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসাঃ আনোয়ারা খাতুন, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম খান, পৌর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আঃ বারেক খান, কাউন্সিলর শামসুল হক ও কামাল হোসেন প্রমুখ।

 

 

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102