নিজস্ব প্রতিবেদক:১৫ আগস্ট-২০২৩,মঙ্গলবার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ১৫ আগস্ট মঙ্গল বার সকাল সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
বেলা ১২ টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: শাহ আলম সিদ্দিকী এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. মুনিরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিক্যাল অফিসার- ডা. ফেরদৌস মাহমুদ খান,(জুনি. কনসালট্যান্ট, অর্থোপেডিক্স) ডা. নুরুল মাহমুদ সৈকত, (জুনি. কনসালট্যান্ট, ইএনটি)ডা. ইফতেখারুল ইসলাম,মেডিকেল অফিসার: ডা. মো. হজরত আলী, ডা. এনামুল করিম রাসেল, ডা. মৌসুমী ভৌমিক, ডা:আরিফুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, নার্স আয়েশা সিদ্দিকা,নার্স আক্তারা বাবু,নার্স শাহিদা বেগম,নার্স স্বপ্না সিকদার, প্রধান সহকারী খোকন মিয়া প্রমূখ।