এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:৩০ আগস্ট-২০২৩,বুধবার।
নড়াইল সদর পৌর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৪টায় নড়াইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ।
নড়াইল সদর পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধার সন্তান সঞ্চিতা আহমেদের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, কর্মময় জীবন ও মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা সহ জীবন ও কর্মের ওপর বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া খানম, সম্মাণিত অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, প্রধান বক্তা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, বীরমুক্তিযোদ্ধা অর্পণা দাস, বাঘারপাড়া উপজেলা মহিলা যুবলীগ নেত্রী শাহিনা হোসেন পল্লবী, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রওশন আরা কবির লিলি, নাজনীন সুলতানা রোজী, সদর উপজেলা মহিলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি নাছিমা হক পলি, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীরা রানী বিশ^াস প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ শাহাদতবরণকারীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও পরে খাবার বিতরণ করা হয়।