এস এম শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি:০১ সেপ্টেম্বর-২০২৩,শুক্রবার।
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে লোহাগড়ার সিএন্ডবি চৌরাস্তা মোড়ে জড় হয়। পরে সকাল ১১ টার দিকে নেতাকর্মীরা র্যালিটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ল²ীপাশা চৌরাস্তায় এসে শেষ হয়। পরে র্যালি শেষে লোহাগড়া উপজেলা বিএনপির আহŸায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিশ্বাস। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, সংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, এস এম ফেরদৌস রহমান, দপ্তর সম্পাদক টিপু সুলতান, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এস এম আবু হায়াত সাবু, লোহাগড়া যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, লোহাগড়া সরকারি কলেজের সাবেক ভিপি এটি এম শফিকুল ইসলাম সবুজ,লোহাগড়া কলেজের সাবেক এজি এস শেখ জামশেদ আহম্মেদ, সাবেক চেয়ারম্যান এস এম শাহিন বিপ্লব, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল হাসান,লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজি ইকবাল হোসেনসহ প্রমুখ।
এদিকে নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের বাড়ি সামনে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা এখানে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আকিদুল ইসলামসহ ১০ জন আহত হয়। আহতরা হলেন, ওহিদুজ্জামান,নাইমুল ইসলাম ইমন,শাহীন আহমেদ, শুকুর মোল্যা,ইয়ানুর মোল্যা, রোমেল কাজি,হিরোক মন্ডল,মাহফুজুর রহমানসহ প্রমুখ। আহতদের লোহাগড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে । এছাড়া আলামুন্সীর মোড় ও জয়পুরেও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মারুফ হোসেন বলেন, বিএনপির নেতা কর্মীরা নাশকতা পরিকল্পনা করছিলো। ওই সময় আমরা মিছিল করলে বিএনপির নেতাকর্মীদের সংগে বাকবিতন্ডাতা হয়। তবে কোন হামলার ঘটনা ঘটে নাই।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন, বিছিন্ন কিছু ঘটনা ঘটলেও পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে ।